আবাসিকদের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দলগতভাবে দ্বিতীয় ফালাকাটা শিশু সদন

ফালাকাটা, ১৮ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা বিভাগ দপ্তর দ্বারা আয়োজিত কল্যাণ আবাস সমূহের আবাসিকদের পঞ্চম রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় দলগতভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শিশুকল্যাণ সদন। গত ১৬ ও ১৭ জানুয়ারি সদনের আবাসিকদের নিয়ে এই রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কলকাতার স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-এর মাঠে। সারা রাজ্যের মোট ৫২টি আবাসিকের শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নেয়। ফালাকাটা শিশু কল্যাণ সদন মোট ৮টি বিভাগে পুরস্কার জিতে পয়েন্টের বিচারে দলগতভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রথম হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের শিশু আলোয় আবাস।

ফালাকাটা শিশু কল্যাণ সদনের হোম সুপারিনটেনডেন্ট পিন্টু দত্ত বলেন, ‘রাজ্যস্তরীয় এই সরকারি ক্রীড়া প্রতিযোগিতায় এতগুলো আবাসিক সদনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আগামীতে আমরা শীর্ষ স্থান অর্জনের লক্ষ্যে এগোব।’

সংবাদদাতাঃ সব্যসাচী ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2R0A0Dn

January 18, 2019 at 09:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top