গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, মৃত ৭৩

মেক্সিকো সিটি, ২০ জানুয়ারিঃ মধ্য মেক্সিকোয় জ্বালানি গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৩ জনের। গুরুতর আহত আরও ৭৪ জন। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর হিদালগো প্রদেশের তাহুয়েলিলপান শহরে। হিদালগো প্রদেশের গভর্নর ওমর ফায়াদ জানান, দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডোর।

জানা গিয়েছে, জ্বালানি গ্যাসের যে পাইপলাইনে বিস্ফোরণটি ঘটেছে সেটি হিদালগো প্রদেশের তেল সরবরাহকারী সংস্থা পিমেক্স-এর। পিমেক্স জানিয়েছে, জ্বালানি চুরির জন্য পাইপলাইনটির মাঝে অসংখ্য অবৈধ ফুটো করা হয়েছিল। তার জেরেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CBjTqG

January 20, 2019 at 12:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top