নয়াদিল্লি, ১৮ জানুয়ারিঃ মার্চের প্রথম সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। আগামী ৩ জুন শেষ হচ্ছে বর্তমান লোকসভার মেয়াদ। তাই আপাতত ক’দফায় ভোট হবে, কোন মাসেই বা তা হবে, সেই বিষয়গুলি বিবেচনা করছে কমিশন। জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনও লোকসভার সঙ্গে হয়ে যেতে পারে। তবে, স্পর্শকাতর দিকের কথা চিন্তা করে সেখানে আগেও নির্বাচন হয়ে যেতে পারে। শুধু লোকসভা নয়, মনে করা হচ্ছে লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনও একইসঙ্গে সেরে ফেলতে পারে কমিশন।
উল্লেখ্য, ২০১৪ সালে ৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ৯ দফায় হয়েছিল ভোট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2VZBmBL
January 18, 2019 at 07:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন