মুম্বাই, ১০ জানুয়ারি- বলিউডে মুক্তি পেয়েছে রণভীর সিং ও সারা আলী খান জুটির প্রথম সিনেমা সিম্বা। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণভীর। সিনেমার আরেক চমক হিসেবে আছেন অজয় দেবগন। পরিচালক রোহিত শেটির এই ছবিটি মুক্তির তিন দিনের মধ্যেই ছুঁয়েছে ১০০ কোটির ক্লাব। ভারত থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন যথাক্রমে আয় করেছে ২০ কোটি ৭২ লাখ, ২৩ কোটি ও ৩১ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৯ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহ পার না হতেই সিনেমাটি প্রবেশ করেছে ২০০ কোটির ক্লাবে। মুক্তির ১২ তম দিনে রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি আয় করেছেন ২০২ কোটি ৮৩ লাখ রুপি। বলিউড সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান, সিম্বা ডাবল সেঞ্চুরি করেছে। বক্স অফিসে ২০০ কোটি পার করেছে। শিগগিরই এর ব্যবসা কমছে না। এইদিকে রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা গালি বয়র ট্রেলার প্রকাশ পেয়েছে বুধবার এই সিনেমাটিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট। প্রকাশের পর ট্রেলারটিও প্রশংসা পাচ্ছে। এমইউ/০৬:৩৫/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TDGycx
January 11, 2019 at 12:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top