নিশিগঞ্জ, ২৩ জানুয়ারিঃ নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষে মাথাভাঙ্গা ২ ব্লক যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় নিশিগঞ্জ দীপ্তি সংঘের পরিচালনায় বুধবার সকালে অনুষ্ঠিত হল পুরুষ ও মহিলা ৮ কিমি রোড রেস। রেসের সূচনা করেন মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি তরফদার। হিন্দুস্থান মোড় থেকে শুরু হয়ে নিশিগঞ্জ দীপ্তি সংঘে শেষ হয় রোড রেসটি। অংশগ্রহন করেন প্রায় ১৫০ জন প্রতিযোগী। পুরুষ বিভাগে প্রথম হন উত্তম ঘোষ এবং দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে সঞ্জিত রাজভর ও সাইদুল ইসলাম। মহিলা বিভাগে প্রথম মুক্তাজ খাতুন। দ্বিতীয় ও তৃতীয় হন চামেলি বিশ্বাস এবং রত্না বর্মন। পাশাপাশি, এদিন থেকে দীপ্তি সংঘ প্রাঙ্গনে শুরু হল প্রতিযোগিতা মূলক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নিশিগঞ্জ মহোৎসব’।
সংবাদদাতাঃ তাপস মালাকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HqlqFm
January 23, 2019 at 12:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন