ভারতের ব্যাটিং বিপর্যয়

ওয়েব ডেস্ক, ৩১ জানুয়ারিঃ রোহিত শর্মার ২০০ তম ওডিআই বিভীষিকা হয়ে থাকছে ভারতের কাছে। ২৫ ওভারের গণ্ডি পেরিয়ে ৮০ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহাল। আশা, এদের ব্যাটে ১০০ গণ্ডি যদি উতরে যাওয়া যায়।ভারতের টপ অর্ডারের রান দেখলে চমকে উঠবেন বিরাট-ধোনিও। এঁরা না থাকলে ভারচের হাল যে কী হতে পারে তা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। অভিযেক ম্যাচে প্রতিভাবান শুভমন গিলের ব্যাট থেকে এল ৯ রান। রোহিত করলেন ৭। বাকিদের অবদান, ধাওয়ান ১৩, রায়াডু ০, কার্তিক ০, কেদার যাদব ১, হার্দিক ১৬, ভুবনেশ্বর ১।ট্রেন্ট বোল্টের (২১ রানে ৫ উইকেট) বিধ্বংসী বোলিংয়ের মুখে দাঁড়াতে পারনেনি কেউই।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GaqGLe

January 31, 2019 at 10:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top