বিন্নাগুড়ি, ৩১ জানুয়ারিঃ বিন্নাগুড়ি রেঞ্জের অধীন বিভিন্ন চা বাগানে চিতাবাঘের আক্রমণ বেড়েই চলেছে। ফলে চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে চাবাগানগুলিতে। তাই এইসব বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবার চা বাগান সংলগ্ন স্কুলগুলিতে সচেতনতা শিবিরের আয়োজন শুরু করল বিন্নাগুড়ি বন্যপ্রান দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার বিন্নাগুড়ি হিন্দি হাইস্কুলে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় জানান, এদিন পড়ুয়াদের অন্ধকারে ও নির্জন এলাকায় একলা ঘোরাফেরা না করা, স্কুল ছুটি হলে দল বেধে বাড়িতে গেলে অনেক বেশি সুরক্ষিত ইত্যাদি বিষয়গুলি বোঝানো হয়। এলাকায় চিতাবাঘ নিয়ে অকারণে যাতে কেউ আতঙ্ক না ছড়ায় সেই বিষয়গুলিকেও বেশি গুরুত্ব দেওয়া হয়।
সংবাদদাতাঃ গোপাল মন্ডল
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Rs4QoD
January 31, 2019 at 04:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন