সামসী, ১৩ জানুয়ারিঃ সামসী রেলগেটে খুব দ্রুত ফ্লাইওভারসহ একাধিক উন্নয়নের আশ্বাস দিলেন উত্তর মালদার সাংসদ মৌসম নূর। রবিবার সামসী রতনপুরে নব গঠিত সামসী ইউথস ফেডারেশন এর এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে সাংসদ মৌসম নূর তাঁর বক্তব্যে বলেন, ‘রেলগেটের যানজট সামসীর বড়ো সমস্যা। কেন্দ্রীয় রেলমন্ত্রকের সাথে কথা হয়েছে। খুব দ্রুত রেলগেট ফ্লাইওভারের কাজ শুরু হবে।’ গ্রামীন হাসপাতালে শীঘ্রই একটি এম্বুলেন্স প্রদানের ঘোষণা করেন মৌসম।
এদিন সামসী ইউথস ফেডারেশন এর তরফে মৌসম নূরের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। তাদের দাবিগুলি মধ্যে রয়েছে-সামসী স্টেশন এর ২ নম্বর প্লাটফর্ম এ একটি টিকিট কাউন্টার খোলা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ২ নম্বর গেটটি খোলার দাবি এবং ওই গেটে পার্কিং জোনের দাবি। অনুষ্ঠান শেষে সামসী স্টেশন পরিদর্শনে যান মৌসম নূর। স্টেশনের পরিকাঠামো ঘুরে দেখার পর সমস্ত দাবি নিয়ে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেন সাংসদ। পাশাপাশি, এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার সিএমওএইচ সৈয়দ শাহজাহান সিরাজ। সামসী গ্রামীন হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানান তিনি। এদিন সামসী ইউথস ফেডারেশন এর পক্ষ থেকে এলাকার ৪০০ জন দুস্থ পুরুষ মহিলার হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে। ইউথস এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংসদ মৌসম নূর ও সিএমওএইচ সৈয়দ শাহজাহান সিরাজ। উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জী,হবিবপুরের খগেন মুরমু ও এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।
তথ্যঃ মুরতুজ আলম
ছবিঃ পান্না
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RoBQmo
January 13, 2019 at 07:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন