বহরমপুর, ২৮ জানুয়ারি- লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মুর্শিদাবাদ জেলায় ফের পুরনো মাটি আস্তে আস্তে শক্ত করছে কংগ্রেস। দল বদলের পালায় শাসক দল থেকে কংগ্রেসে নাম লেখাচ্ছেন শাসক দলের নেতা কর্মীরা। রবিবারও জেলা কংগ্রেস কার্যালয়ে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করলেন কয়েকশো কর্মী সমর্থক। লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় শাসক দলের ভাঙন অব্যাহত। রবিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করলেন কয়েকশো সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। এদিন অধীর চৌধুরীর হাত ধরে শাসক দলে যোগদান করেন জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি অর্পন সিনহার নেতৃত্বে শতাধিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। এছাড়াও বহরমপুর ব্লকের ভাকুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০ জন সক্রিয় তৃণমূল কর্মী সমর্থন কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি বহরমপুর ব্লকের রাঙামাটি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় ৬০ জন সক্রিয় তৃণমূল কর্মী সমর্থকও এদিন কংগ্রেসে যোগদান করেন। এদিন এই যোগদান প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানান সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে এক সময় যারা কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগ দিয়েছিলেন তাদের আজ মোহভঙ্গ শুরু হয়েছে। আজ তারা বুঝতে পেরেছেন তাদের আবার কংগ্রেসেই ফিরে আসা উচিত, কারন কংগ্রেস দলের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা আছে। আজ এই জেলায় তৃণমূলের যে মরক লেগেছে আগামী দিনে কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করা যায়। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না৷ এদিন তিনি বলেন যেমন ভিত ভেঙে অট্টালিকা পড়ে যায়, তেমনি আজ তৃণমূলের ভিত ভেঙে যাচ্ছে। এমনকি ভাবে তৃণমূল নামক যে মিথ্যাচারের অট্টালিকা তৈরি হয়ে ছিল আগামী দিনে তা ধুলিশাৎ হয়ে যাবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2COFETM
January 28, 2019 at 04:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন