অবৈধ সম্পর্কের সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র বেলুয়া গ্রাম

রায়গঞ্জ ৩১ জানুয়ারিঃ একটি অবৈধ সম্পর্ক ঘিরে সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ইটাহার থানার গুলন্দর (১) গ্রাম পঞ্চায়েতের বেলুয়া গ্রাম। জখম হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ের গ্রামের বাসিন্দা টুকু বিবি(২৫)-র সঙ্গে ওই গ্রামের তৃণমূল নেতা মজিবুর রহমানের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। টুকু বিবির স্বামী আজিমুদ্দিন দিল্লিতে শ্রমিকের কাজ করে। বাড়িতে স্বামী না থাকার সুযোগে মজিবুরের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এদিন দুপুরে টুকু বিবিকে পাড়ের গ্রামের বাসিন্দারা বেধরক মারধোর করে বলে অভিযোগ। খবর পেয়ে বেলুয়া গ্রামের বাসিন্দারা পারের গ্রামে হাজির হয়। সেখানে সালিশি সভায় দোষী সাব্যস্ত হয় মজিবুর রহমান। মজিবুরের বোম ও পিস্তলের ভয়ে প্রেম করতে বাধ্য হয়েছে বলে জানায় টুকু বিবি। সালিশি সভার শেষে আচমকাই মজিবুর রহমান ও আজিজুল হকের নেতৃত্বে ৩০-৩৫ জন দুষ্কৃতী বেলুয়া গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমা ও গুলির আঘাতে জখম হন গুলন্দর(১) গ্রাম পঞ্চায়েতের বেলুয়া গ্রামের তৃণমূল নেতা মহন্মদ জালালুদ্দিন সহ আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এলাকায় পুলিশি নজরদারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

সংবদাদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Gh85xf

January 31, 2019 at 07:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top