মেটেলি, ১৪ জানুয়ারিঃ ফের হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল তিনটি শ্রমিক আবাস। রবিবার ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের রুগ্ন কিলকোট চা বাগানে। ঘটনায় সমগ্র চা বাগানে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ১২ টা নাগাদ সংলগ্ন চাপরামারি জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি বড়ো বুনো হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় বাগানের মূর্তি লাইনের তিন শ্রমিক আবাস। ভোর রাতে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। যাবতীয় ক্ষতিপূরণ সহ রাতে বাগানে বনকর্মীদের টহলদাড়ি দাবি করেছেন স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানা যায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে বাগানের প্রজা লাইনে হাতির হানায় তিনটি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়। এলাকার মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভুজেল বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সাহায্য করা হবে।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RtwGW6
January 14, 2019 at 03:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন