কলকাতা, ২৮ জানুয়ারি- খেলাধূলায় উন্নতির লক্ষ্যে ৪ হাজার ৩০০ ক্লাবকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ এদিনের মঞ্চ থেকেই মমতা বন্দোপাধ্যায় দুঃস্থ ও ক্রীতি খেলোয়াড়দের জন্য পেনশনের ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন ক্রীড়া দফতরকে৷ এর আগে ২৪ হাজার ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে ৷ তিনি বলেন খেলার উন্নয়নে বরাদ্দ বেড়েছে ৷ আগে খেলাধূলাকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ ক্রীড়াক্ষেত্রে বাজেট এখন প্রায় ৭ গুণ বেড়েছে ৷ ক্রীড়া ক্ষেত্রে কোচিং সেন্টার, প্রশিক্ষণকেন্দ্রগুলি বাড়ার প্রয়োজনের কথা বলেন মুখ্যমন্ত্রী। এর জন্য বিভিন্ন কর্পোরেড হাউসগুলির কাছে অনুরোধও করেন তিনি। তবে সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার চোখরাঙানির ভয় দেখানোর কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RlLiBX
January 28, 2019 at 09:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top