কলকাতা, ৬ জানুয়ারিঃ পরপর দুবার ব্যাংক জালিয়াতির শিকার হলেন এক মহিলা। গরফার বাসিন্দা ওই মহিলার নাম শর্মিষ্ঠা চক্রবর্তী (২৯) । দুবার মিলে প্রায় লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। তিনি এবিষয়ে বৃহস্পতিবার গরফা থানায় অভিযোগ জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে অজান্তেই ট্রান্সফার হয়ে গিয়েছে ৮০ হাজার টাকা। এর আগেও নভেম্বর মাসে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা প্রতারণার ঘটনা ঘটেছিল।
পুলিশকে ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, উধাও হয়ে যাওয়া ৮০ হাজার টাকা, দুটো ভাগে গাজিয়াবাদ এবং দেওঘরের কোনও ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কিভাবে বারবার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ কোনও জবাব দিতে পারে নি। পাশাপাশি পুলিশকেও এই রহস্যের কিনারা করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যাবস্থার দুর্বলতাই এই ঘটনার জন্য দায়ী। ব্যাংকের জালিয়াতি দমন শাখার এক আধিকারিক বলেন, ‘আমরা তদন্ত করছি। তবে এখনও স্পষ্ট নয় কি ভাবে ওই মহিলার অ্যাকাউন্টের তথ্য জালিয়াতদের কাছে পৌঁছাল।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CU9dEL
January 06, 2019 at 05:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন