মুম্বাই, ২৫ জানুয়ারি- আজ ভারতীয় বক্স অফিস কাঁপাতে একই দিনে মুক্তি পাচ্ছে দুটো চলচ্চিত্র মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি ও ঠাকরে। হলগুলোর টিকিট কাউন্টারে বলা চলে যুদ্ধ চলবে এ দুটোর টিকিট নিয়েই। কেননা দুটো চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করছেন দুজন শক্তিশালী কুশলী। একজন কঙ্গনা রানাওয়াত, আরেকজন নওয়াজউদ্দিন সিদ্দিকী। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরীশ জোহরের মতে, দুটো চলচ্চিত্রই মূলত আত্মজীবনীমূলক। সেক্ষেত্রে মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি যেহেতু ঐতিহাসিক চরিত্র নিয়ে তৈরি, সেহেতু এটি ভক্তদের মনে জায়গা করে নেবে দ্রুত। অন্যদিকে ঠাকরে যেহেতু খানিকটা নাটুকে উপস্থাপন, সেহেতু গ্রহণযোগ্যতার দিক থেকে এটি খানিকটা পিছিয়ে থাকতে পারে। তবে তার এও বিশ্লেষণ, বক্স অফিসে এ দুটো চলচ্চিত্রের মধ্যে কোনো প্রতিযোগিতা না থাকাই ভালো। সেই সঙ্গে তিনি আরো বলেন, মণিকর্ণিকা হতে পারে নন হলিডেতে মুক্তি পাওয়া নারীপ্রধান চলচ্চিত্রগুলোর মধ্যে উদ্বোধনী প্রদর্শনীতে ১২ থেকে ১৩ কোটি রুপি আয় করা চলচ্চিত্র। তবে যে যেভাবেই ভাবুক না কেন, কঙ্গনা ও নওয়াজউদ্দিন কিন্তু দুটো ছবি নিয়েই আশাবাদী। তাদের ভাষ্য, ছবি দুটো কারো ব্যবসায় প্রভাব ফেলবে না কোনোভাবেই। এমইউ/১১:৪৫/২৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2sOfrQw
January 25, 2019 at 05:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন