বন্যপ্রাণীর হানা রুখতে আদিবাসী সংগঠনের স্মারকলিপি

রাঙ্গালিবাজনা, ২৮ জানুয়ারিঃ বন্যপ্রাণীর হানা রুখতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জে সোমবার স্মারকলিপি দিল একটি আদিবাসী সংগঠন। ট্রাইবাল ইউথ কালচারাল এন্ড ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন নামে ওই সংগঠনের বক্তব্য, লাগাতার বন্যপ্রাণীর হানায় চা বলয় মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। বন্যপ্রাণীর হানা না রোখা হলে খুব তাড়াতাড়ি তারা আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের মাদারিহাট বীরপাড়া ব্লক কমিটির সভাপতি সুবল তিরকে, সম্পাদক কমল টোপ্পো প্রমুখ। বন্যপ্রাণীর হানায় ক্ষতিগ্রস্ত বা মৃত্যু হলে ক্ষতিপূরণের টাকার অঙ্ক বাড়ানোর দাবিও তোলেন তাঁরা। স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জী।

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HCrlr1

January 28, 2019 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top