নয়াদিল্লি, ১০ জানুয়ারিঃ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নতুনভাবে শুরু হল অযোধ্যা মামলা। যদিও শুরুতেই শুনানি মুলতুবি করে দেন বিচারপতিরা। ফের ২৯ জানুয়ারি এই মামলার শুনানি হবে। এদিন শুরু থেকেই নানা জটিলতা দেখা দেয় সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চ নিয়ে। প্রধান বিচারপতি ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এনভি রামানা, বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কিন্তু বিচারপতি ললিত আগে অযোধ্যা মামলায় আইনজীবি হিসাবে কাজ করায় বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেন। এছাড়া আজ থেকে শুনানি শুরু হবে বলে জল্পনা ছড়ালেও প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, বৃহস্পতিবার শুধু শুনানির দিনক্ষণ ঠিক করা হবে। ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার আবেদন শোনা হয়। কিন্তু, তা তিরিশ সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। দ্রুত এই মামলার নতুন বেঞ্চে শুনানি হবে বলে রায় দেব প্রধান বিচারপতি।২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমিকে রাম লালা, সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়ার মধ্যে সমান তিন ভাগে ভাগ করার নির্দেশ দিয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Cb92mU
January 10, 2019 at 11:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন