ঢাকা, ০৫ জানুয়ারি- বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বল করার সিধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ঢাকা ডায়নামাইটস সব আসরেই ডিফেন্ডীং চ্যাম্পিয়নের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করে। গত আসরেও তারা ফাইনাল খেলে। অন্যদিকে মোটামুটি দল নিয়ে আসলেও বিপিএলে চমক দেখায় রাজশাহী কিংস। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সাকিব আল হাসানের দল ঢাকা ও মেহেদি হাসান মিরাজের দল রাজশাহী। জাতীয় দলে একসাথে খেললেও আজ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। টস জিতে ফিল্ডিং নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। রানার্স আপ ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিরাজরা। এই ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হল মেহেদী হাসান মিরাজের। অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে জয়ে স্মরণীয় করে রাখতে চান তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এইচ/১৭:৩৪/০৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LQWp4Y
January 05, 2019 at 11:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন