ওয়াশিংটন, ১৪ জানুয়ারিঃ তুষারঝড়ে বিপর্যস্ত হল ওয়াশিংটনের জনজীবন।
স্থানীয় সময় শনিবার বিকেলে আমেরিকার মধ্যপশ্চিম দিক থেকে মধ্য আটলান্টিক অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তুষারঝড়ের প্রভাবে গতকাল সকালে তুষারের চাদরে ঢাকা পড়েছে শহর এবং শহর সংলগ্ন অঞ্চল। জানা গিয়েছে, ভার্জিনিয়ায় মৃত্যু হয়েছে ৯ জন, মিসৌরিতে ৪ জন এবং কানসাসে ১ জনের মৃত্যু হয়েছে। জখম বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দর, রানওয়ে, স্টেশন সর্বত্র ভারী তুষারের চাদর। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি উড়ানও। সব থেকে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মিসৌরিতে। জানা গিয়েছে, প্রতিকূল আবহাওয়ার জন্য ওয়াশিংটন এবং সংলগ্ন অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Hcw7eV
January 14, 2019 at 04:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন