নিয়মগিরি দিবস পালন সমাজবাদী জনপরিষদের

জটেশ্বর, ১ জানুয়ারিঃ ওডিশার নিয়মগিরি পাহাড়ে ব্যাপকভাবে বক্সাইট তোলার কাজ চলছে। নিয়মগিরি পাহাড়ে বেআইনিভাবে বক্সাইট খননের পাশপাশি স্থানীয় ডোংরিয়া কোন্ধ উপজাতির মানুষের উপর চলছে অকথ্য অত্যাচার। তাদের উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে কোনও হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ও রাজ্য সরকার। তারই প্রতিবাদে মঙ্গলবার জটেশ্বরে পথসভা করল সমাজবাদী জনপরিষদ। এই পথসভায় উপস্থিত ছিলেন সমাজবাদী জনপরিষদের জেলা সম্পাদক অশোক রায়বীর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিশিষ্ট বক্তা রণজিতকুমার রায় ও সত্যেন্দ্রপ্রসাদ রায় সহ অন্যান্যরা।

সংগঠনের তরফে অনিমেষ রায় জানিয়েছেন, ওডিশার নিয়মগিরি পাহাড়ে বহুকাল থেকেই বসবাস ডোংরিয়া কোন্ধ উপজাতির মানুষদের। সেই জমি থেকেই তাঁদের সরিয়ে বেআইনিভাবে বক্সাইট তুলে বিক্রি করা হচ্ছে। এমনকি, পাহাড়ের আদিবাসী জনজাতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলছে। তারই প্রতিবাদে ১-৭ জানুয়ারি পর্যন্ত গোটা ভারতে নিয়মগিরি দিবস পালন করা হবে। সেই দিবসকে কেন্দ্র করেই জটেশ্বরে সমাজবাদী জনপরিষদের তরফে এদিন পথসভা করা হয়।

সংবাদদাতাঃ শান্ত বর্মন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EZnvWR

January 01, 2019 at 10:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top