গাজোল হাসপাতালের সামনে বিক্ষোভ আদিবাসীদের

গাজোল, ১৬ জানুয়ারিঃ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে বুধবার গাজোল হাসপাতালের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসীরা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি সোমনাথ হেমরম, জেলা সম্পাদক ইমানুয়েল হেমব্রম, ব্লক সভাপতি জোসেফ কিস্কু, ব্লক সম্পাদক নারায়ণ টুডু প্রমুখ। খবর পেয়ে ঘটনাস্থলে যান গাজোল থানার ওসি হারাধন দেব, পুলিশ অফিসার হীরা শেখ সহ পুলিশ বাহিনী। প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলতে সমর্থ হয় পুলিশ।

এদিন মূলতঃ গাজোল হাসপাতালের আম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আদিবাসীরা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, গাজোল হাসপাতালের বেসরকারি আম্বুলেন্স চালকরা রোগী এবং তাঁদের পরিবারের সাথে খারাপ আচরণ করে আসছেন। গত ১৪ জানুয়ারি রাতে রোগীর আত্মীয়দের উপর চড়াও হয় তারা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। হাসপাতাল চত্বর থেকে বেসরকারি আম্বুলেন্স সরিয়ে প্রয়োজনীয় সংখ্যক সরকারি আম্বুলেন্সের ব্যবস্থা এবং আম্বুলেন্সের ভাড়া নির্দিষ্ট করে প্রকাশ্যস্থানে টাঙানো সহ এক গুচ্ছ দাবি জানান তারা। প্রায় আধ ঘন্টা অবরোধের জেরে প্রবল যানজট তৈরি হয় ৫১২ নম্বর জাতীয় সড়কে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তথ্যঃ গৌতম দাস

ছবিঃ পঙ্কজ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T2tzl2

January 16, 2019 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top