কলকাতা, ১৮ জানুয়ারি- ভারতের মাটিতে বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্ট গঠনের লক্ষ্যে শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিগেড সমাবেশে থাকতে না পারলেও মমতাকে সমর্থন জানিয়ে চিঠি পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনাইটেড ইন্ডিয়া র্যালির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে বলে চিঠিতে জানিয়েছেন রাহুল। বিজেপি-বিরোধী সব দলের জোটবদ্ধ ছবি এই সমাবেশে ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। চিঠিতে রাহুল লিখেছেন, বিরোধীরা আজ ঐক্যবদ্ধ। আগামীকালের সভার জন্য মমতা দিদির প্রতি আমার সমর্থন রয়েছে। মমতাদির ব্রিগেডে বিরোধী ঐক্যের ছবি সংঘবদ্ধ ভারতের শক্তিশালী বার্তা দেবে৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল বলেছেন, গোটা ভারতে শুধু ক্রোধ-হতাশার বহিঃপ্রকাশ৷ মোদীর মিথ্যা প্রতিশ্রুতিতে ক্ষুব্ধ লাখো দেশবাসী৷ গণতন্ত্ররক্ষায় একজোট বিরোধীরা৷ গনতন্ত্র- ধর্মনিরপেক্ষতা থাকলে উন্নয়ন হবেই৷ বাংলা চিরকাল এই আদর্শ রক্ষার পক্ষে৷ মতাকে রাহুলের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ কংগ্রেস ও তৃণমূল, দুদলে সবাই জানেন, রাহুলকে কার্যত এড়িয়েই চলেন মমতা৷ সরাসরি তিনি সোনিয়া গান্ধীর সঙ্গেই যোগাযোগ রাখেন৷ রাহুলকেও তেমন মমতার সঙ্গে প্রকাশ্যে সখ্যতা রাখতে দেখা যায় না৷ তাই মমতাকে রাহুলের চিঠি পাঠানোর পরই রাজ্য তো বটেই ভারতের জাতীয় রাজনীতির উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ ২০১৯ লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতে বিরোধী রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টা চালাচ্ছে৷ সেই জোট শক্ত করতে সচেষ্ট তৃণমূল। ১৯ জানুয়ারি ব্রিগেডে বিরোধী রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে এনে চমক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবারের ব্রিগেড সমাবেশে রাহুল এবং সনিয়া কেউই উপস্থিত থাকছেন না। কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন মল্লিকার্জুন খাগড়ে এবং অভিষেক মনু সিংভি। বড় মাপের নেতাদের মধ্যে অনুপস্থিত থাকবেন বিএসপি নেত্রী মায়াবতীও। তবে তিনি তার প্রতিনিধি হিসেবে সতীশ মিশ্রকে পাঠাবেন। ব্রিগেডে উপস্থিত থাকবেন দেবেগৌড়া, কুমারস্বামী, কেজরিওয়াল, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, শরদ পাওয়ার এবং তেজস্বী যাদব। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মমতার তৃণমূল পেয়েছিলো ৪২টি আসনের মধ্যে ৩৪টি আসন। এবারে রাজ্যের সবগুলো আসন দখলের লক্ষ্য নিয়েছে তৃনমূল। আর/১০:১৪/১৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SXn56N
January 19, 2019 at 06:18AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.