রায়গঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রায়গঞ্জ, ২৮ জানুয়ারিঃ ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার ভিটি ভাদগড়া গ্ৰামের ঘটনা। এই ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের অভিযোগে ওই যুবককে বেধড়ক মারধর করে শিশুটির পরিবার। যুবকটি সেই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন পরিবারের লোকেরা। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শিশুটির মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FUFdvi

January 28, 2019 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top