সেনেটারি ন‍্যাপকিন ভেনডিং মেশিন পেল শহিদগড় উচ্চ বিদ্যালয়

ময়নাগুড়ি, ১৪ জানুয়ারিঃ ক্লাস আইকিউ এডুকেশন ফাউন্ডেশনের সহায়তায় এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ‍্যোগে সেনেটারি ন‍্যাপকিন ভেনডিং মেশিন দেওয়া হল ময়নাগুড়ি শহিদগড় উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, স্কুলের ছাত্রীরা সুলভ মূল‍্যে এই সুবিধা পাবে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ‍্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি সবিন্দ্রনাথ রায় বলেন, সোমবার শহিদগড় উচ্চ বিদ্যালয় এবং ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ে এই ধরণের মেশিন দেওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি জলপাইগুড়ির কুমোদিনী গার্লস হাই স্কুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলায় মোট ৩০ টি স্কুলে এই মেশিন দেওয়া হবে। এই বিষয়ে শহিদগড় উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ দীপক চক্রবর্তী বলেন, এই মেশিন পাওয়ায় আমাদের উপকার হয়েছে।

সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2H8MeKl

January 14, 2019 at 03:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top