রায়গঞ্জ, ১০ জানুয়ারিঃ আগামী ৩রা ফ্রেবুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর দিন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠি ও শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রেজিস্টার ড.দুর্লভ সরকার। তিনি বলেন, রাজভবন থেকে সমাবর্তনের দিন জানানো হয়েছে। রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী সমাবর্তনে আসার জন্য প্রাথমিক সম্মতি জানিয়েছেন। পরিকল্পণা অনুযায়ী সেদিন বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে সকাল ১০ টা থেকে অনুষ্ঠান শুরু হবে। স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে মোট ১৫৫০ জনকে সার্টিফিকেট এবং যে ১০ জন গবেষক পিএইচডি সম্পন্ন করেছেন তাদের ডিপ্লোমা ও ডিগ্রী দেওয়া হবে। এছাড়াও পুরস্কৃত করা হবে ৯৪ জন র্যাংক হোল্ডারকে।
সংবাদদাতাঃ দীপংকর মিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TDZQOY
January 10, 2019 at 03:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন