মুম্বই, ৪ জানুয়ারিঃ সিম কার্ড সোয়াপিংয়ের একটি ঘটনার জেরে মুম্বইয়ের এক বস্ত্র ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ১.৮৬ কোটি টাকা। এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখায়।
ওই ব্যবসায়ী জানিয়েছেন, ২৭ ও ২৮ ডিসেম্বরে তার মোবাইলে ছ’টি মিসড কল আসে। তারপরেই এই প্রতারণার ঘটনা ঘটে। সাইবার অফিসারেরা একে ‘সিম সোয়াপ’ বলছেন। এই পদ্ধতিতে অপরাধীরা তথ্যের অধিকার পেয়ে ওটিপি ব্যবহার করে টাকা ট্রান্সফার করে নেয়। আগে প্রতারকেরা ব্যাংক অ্যাকাউন্টের বিশদ, ক্রেডিট কার্ড নম্বর ও অন্য ব্যক্তিগত তথ্য জেনে প্রতারণা করত। তার তুলনায় সিম সোয়াপ নতুন পদ্ধতি।
ব্যবসায়ী জানিয়েছেন, ছ’টি মিসড কল দেখে তার সংশয় হয়। তার মধ্যে দু’টো ছিল লন্ডনের নম্বর। ইতিমধ্যে তার ফোন কাজ করা বন্ধ করে দেওয়ায় তিনি সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করেন। তাকে জানানো হয়, গতরাতে তারই অনুরোধে সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বলা হয় আমি নাকি ২৭ ডিসেম্বর রাত ১১টা ১৫ মিনিট নাগাদ ফোন করে সিম কার্ড ব্লক করেছি। তারপরে সার্ভিস প্রোভাইডারের তরফে নতুন সিম কার্ড ইশ্যু করা হয়েছে। সেটা ২৯ ডিসেম্বর সন্ধ্যায় চালুও করা হয়েছে।’ তার অ্যাকাউন্ট থেকে ২৮টি ট্রান্সাকশন করা হয়েছে। কিন্তু সিম কার্ড ব্লক থাকায় তিনি জানতেও পারেননি। পরে তার এক কর্মচারী একটি ফান্ড ট্রান্সফারের জন্য ব্যাংকে গেলে তিনি জানতে পারেন তাকে প্রতারণা করা হয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার আকবর পাঠান বলেন, ‘আমরা ১.৮৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ পেয়েছি। অপরাধীরা ওই ব্যক্তির ফোন নম্বর ও ব্যাংকের তথ্য হাতিয়েছিল। মানুষের কাছে অনুরোধ যদি বিনা কারণে আপনার ফোন বন্ধ হয়ে যায় দ্রুত তা পুনরায় চালু করুন প্রয়োজনে পুলিশকে জানান।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2R7Xb3w
January 04, 2019 at 12:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন