কলকাতা, ৩১ জানুয়ারিঃ মৃত্যু হল সোনারপুরে গুলিবিদ্ধ তরুণী পূজা মহাজনের। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতার পিয়ারলেস হাসপাতালে জীবনযুদ্ধে হেরে যান ২১ এর পূজা। গুলির আঘাত তাঁর মাথার ভিতরটা ছিন্নভিন্ন করে দিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিন দ্বিতীয় অস্ত্রোপচারের আগেই মৃত্যু হয় তরুণীর।
মঙ্গলবার রাতে, এক যুবক ওই তরুণীর মাথার পিছনে গুলি চালায়। ঘটনাটি ঘটে সোনারপুর থানার ঘোষপাড়া এলাকায় তরুণীর বাড়ির কাছেই। এর পরেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনার দিন রাতেই পূজার মা পূজার প্রাক্তন প্রেমিক সৌমেন কয়ালের নামে অভিযোগ করেছিলেন। ওই রাতেই সৌমেনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জেরায় পূজাকে খুনের কথা স্বীকার করেছে সৌমেন। সে জানিয়েছে, তার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল পূজার। কিছুদি আগে বিচ্ছিন্ন হয়ে যায় সেই সম্পর্ক। সম্প্রতি পূজা যাদবপুরে একটি চাকরি নেওয়ার পর এক বন্ধুর সঙ্গে তাঁর মেলামেশাও বাড়ে বলে দাবি সৌমেনের। তার আরও দাবি, পূজার জন্য অনেক টাকা খরচ করেছে সে। তাই পূজার ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেনি। পূজা কখন, কোথায় যাচ্ছেন বেশ কয়েক দিন ধরেই নজর রাখছিল সৌমেন। মঙ্গলবার খুনের পরিকল্পনা করেই এক সঙ্গীকে বাইকে বসিয়ে পূজার পিছু নেয় সে। দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়। এর পরই পূজাকে লক্ষ্য করে গুলি চালায় সৌমেন। বুধবার বারুইপুর আদালতে আট দিনের পুলিশি হেফাজত হয়েছে সৌমেনের। তার সঙ্গী সুকুমার দে-কেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WxeLNi
January 31, 2019 at 05:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন