কলকাতা, ১৫ জানুয়ারিঃ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল চারজন। সোমবার রাতে কসবা থানার পুলিশ নয়ডা থেকে এই চারজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বড় বহুজাতিক কোম্পানিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা নিত অভিযুক্তরা। কিছুদিন আগে দুই চাকরিপ্রার্থী যুবকের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে তারা। অভিযুক্তরা জানিয়েছে, তারা জব কনসালটেন্সিতে চাকরি করে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে সিকিউরিটি মানি দাবি করে তারা। ওই চাকরিপ্রার্থীদের একজনের কাছ থেকে ৪৭ লক্ষ ও অন্যজনের কাছ থেকে ২৫ লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু দু’জনের কেউ চাকরি পাননি। তারপরেই ওই দুই যুবক কসবা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে উত্তরপ্রদেশের নয়ডা থেকে প্রতারণার চক্রটি চালাচ্ছে অভিযুক্তরা। এরপর নয়ডা পৌঁছায় কসবা পুলিশের দল। সেখানে নয়ডা ফেজ টু থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযান চালানো হয়। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তে তারা এভাবে অনেককে প্রতারণা করেছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CjLpZs
January 15, 2019 at 08:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন