ঢাকা, ০৩ জানুয়ারি- আর মাত্র একদিন বাকি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবারই মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। ইতিমধ্যে টুর্নামেন্টটি আয়োজনের সব প্রস্তুতি সেরে ফেলেছে বিপিএল কর্তৃপক্ষ।এবারের আসরে অংশ নেবে ৭টি দল। শিরোপার জন্য লড়বে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। মোট ৩টি ভেন্যু-মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খেলা হবে। ৫ জানুয়ারি পর্দা ওঠার দিন থেকেই প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১২টায়। আর দ্বিতীয় খেলা গড়াবে বিকাল সাড়ে ৫টায়। তবে শুক্রবারে দুই ম্যাচ শুরু হবে যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। প্রথম পর্বে ঢাকার মিরপুরে হবে খেলা। দ্বিতীয় পর্ব গড়াবে সিলেটে। তৃতীয় পর্ব হবে ঢাকায়। চতুর্থ রাউন্ড চলবে চট্টগ্রামে। এলিমিনেটর ও চূড়ান্ত রাউন্ডের খেলা হবে ঢাকায়। ৮ ফেব্রুয়ারি ফাইনালি লড়াই দিয়ে মাসব্যাপী এ প্রতিযোগিতার পর্দা নামবে। কারণবশত ওই দিন শিরোপা নির্ধারণী ম্যাচ না হলে পরের দিন রিজার্ভ ডেতে হবে। তারিখ-ভেন্যু-দিনের খেলা-রাতের খেলা জানুয়ারি ০৫, ২০১৯-ঢাকা-রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস জানুয়ারি ০৬, ২০১৯-ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম সিলেট সিক্সার্স-খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স জানুয়ারি ০৮, ২০১৯-ঢাকা-ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রংপুর রাইডার্স জানুয়ারি ০৯, ২০১৯-ঢাকা-সিলেট সিক্সার্স বনাম চিটাগং ভাইকিংস-খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস জানুয়ারি ১১, ২০১৯-ঢাকা-ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস জানুয়ারি ১২, ২০১৯-ঢাকা-চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস-ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স জানুয়ারি ১৩, ২০১৯-ঢাকা-রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস-চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস জানুয়ারি ১৫, ২০১৯-সিলেট-খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস জানুয়ারি ১৬, ২০১৯-সিলেট-ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স জানুয়ারি ১৮, ২০১৯-সিলেট-সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম খুলনা টাইটানস জানুয়ারি ১৯, ২০১৯-সিলেট-সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস জানুয়ারি ২১, ২০১৯-ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস-ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস জানুয়ারি ২২, ২০১৯-ঢাকা-খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস জানুয়ারি ২৩, ২০১৯-ঢাকা-চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস-খুলনা টাইটানস বনাম সিলেট সিক্সার্স জানুয়ারি ২৫, ২০১৯-চট্টগ্রাম-সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস-চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স জানুয়ারি ২৬, ২০১৯-চট্টগ্রাম-সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস-চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস জানুয়ারি ২৮, ২০১৯-চট্টগ্রাম-খুলনা টাইটানস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স জানুয়ারি ২৯, ২০১৯-চট্টগ্রাম-চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস জানুয়ারি ৩০, ২০১৯-চট্টগ্রাম-চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস ফেব্রুয়ারি ০১, ২০১৯-ঢাকা-ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স ফেব্রুয়ারি ০২, ২০১৯-ঢাকা-রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস ফেব্রুয়ারি ০৪, ২০১৯-ঢাকা-এলিমেনেটর (৩য় বনাম ৪র্থ) -প্রথম কোয়ালিফায়ার (প্রথম বনাম দ্বিতীয়) ফেব্রুয়ারি ৬, ২০১৯-ঢাকা-দ্বিতীয় কোয়ালিফায়ার (পরাজিত দল ৪৪ বনাম জয়ী দল ৪৩) ফেব্রুয়ারি ৮, ২০১৯-ঢাকা-ফাইনাল ফেব্রুয়ারি ৯, ২০১৮-ঢাকা-ফাইনালের রিজার্ভ ডে সূত্র : যুগান্তর আর/০৮:১৪/০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SuvXQV
January 03, 2019 at 07:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top