মার্কিন গায়িকা বিয়ন্সে নোলস ও তার স্বামী জে জেড দুজনেই নামকরা সংগীতশিল্পী। গান গেয়েই তারা বছরে যে আয় করেন তা রীতিমতো অবাক করার মতো। গত বছর বিয়ন্সে আয় করেছেন ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৮৪০ কোটি টাকার মতো। অন্যদিকে তার স্বামী গায়ক জে জেড আয় করেছেন ৮১ কোটি মার্কিন ডলার, যা ছয় হাজার ৪৮০ কোটি টাকার কাছাকাছি। হিসাব অনুযায়, স্বামী ও স্ত্রী দুজনে মিলে গত বছরে ৯ হাজার ৩২০ কোটি টাকারও বেশি আয় করেছেন। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে। জানা গেছে, গত বছরের ডিসেম্বরে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে গাইতে এসেছিলেন মার্কিন গায়িকা বিয়ন্সে নোলস। বিয়েতে গাইতে কত টাকা সম্মানী তিনি নিয়েছিলেন সে বিষয়ে সঠিক অঙ্কটা কারও জানা না গেলেও সাংবাদিকরা জানিয়েছিলেন- ২১ থেকে ২৮ কোটি রুপি সম্মানী নিয়েছিলেন এ গায়িকা। এ ছাড়া বড় উৎসবে গাওয়ার সম্মানী হিসেবে বিয়ন্সে নিয়ে থাকেন ৩০-৪০ লাখ ডলার। ফোর্বস ম্যাগাজিন আরও জানিয়েছে, টাকার দিক থেকে আমেরিকান নারীদের মধ্যে বিয়ন্সের অবস্থান ৫৩তম। এ তালিকায় আরও নাম আছে গণমাধ্যম ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে এবং ফেসবুকের প্রধান নির্বাহী শেরিল স্যান্ডবার্গেরও। জানা গেছে, বিয়ন্সের আয়ের বেশিরভাগ আসে স্ট্রিমিং সাইটগুলো থেকে। অনলাইনে তার অডিও-ভিডিও গানগুলো দেখা ও শোনা বাবদ ভক্তরাই তাকে বড়লোক বানিয়ে দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন দেশে গান করতে যাওয়া বাবদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবে একটি বড় অঙ্কের সম্মানী পান তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের ১২ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল। গত বছর এ উৎসবে গান করেছিলেন বিয়ন্সে। এ উৎসবে ১০৫ মিনিট পরিবেশনার জন্য তিনি নিয়েছিলেন ৩০ লাখ মার্কিন ডলার। বিয়ন্সের স্বামী গায়ক জে জেড গত বছর আয় করেছেন ৮১ কোটি মার্কিন ডলার। স্ত্রী বিয়ন্সেকে নিয়ে ৪৮টি স্টেডিয়ামে গান করে অন দ্য রান টু সংগীত সফর থেকে দুজনে মিলে আয় করেছিলেন ২৫ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। এ সফর ছিল ইউরোপ ও উত্তর আমেরিকায়। লন্ডন স্টেডিয়ামে দুই রাতের এক কনসার্টে বিক্রি হওয়া এক লাখ ২৫ হাজার টিকিট থেকে তাদের আয় হয়েছিল এক কোটি ১০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়াম থেকে দুই রাতে তাদের আয় হয়েছিল এক কোটি ৪১ লাখ মার্কিন ডলার। গত বছর ডিজিটাল অ্যালবাম বিক্রি থেকে বিয়ন্সের আয় স্বামীর থেকেও বেশি। বিয়ন্সে আয় করেছেন দুই কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং জে জেড আয় করেছিলেন দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার। অবশ্য জেডের অ্যালবাম বিক্রি থেকে মোট আয় বিয়ন্সের থেকে অনেক বেশি। জেডের আয় দুই কোটি ৭৫ লাখ এবং বিয়ন্সের আয় মাত্র এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এমএ/ ১১:৪৪/ ২৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2sIikT8
January 23, 2019 at 05:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন