জঙ্গলে দুর্ঘটনা এড়াতে বনদপ্তরের প্রচার

চালসা, ২৭ জানুয়ারিঃ হাতি বা অন্যান্য বন্যপ্রাণীর ছবি না তোলা সহ জঙ্গলের ভিতরে প্রবেশ না করা, অযথা জঙ্গলে আগুন না লাগানো ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচার চলছে বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের চালসা রেঞ্জের তরফে। জঙ্গল সংলগ্ন চা বাগান ও বনবস্তি এলাকায় গিয়ে মাইকিং-এর মাধ্যমে প্রচার করা হচ্ছে। এদিন চালসা রেঞ্জের শিবচু, পানঝরা, খরিয়ারবন্দর বিট এলাকার বিভিন্ন চা বাগান সহ গ্রাম্য ও বনবস্তি এলাকায় বনদপ্তরের তরফে মইকিং করে জনগণ কে সতর্কবার্তা দেওয়া হয়। কেউ নিয়ম ভাঙলে বনদপ্তরের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় এদিন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মূর্তি সংলগ্ন চন্দ্রচুর নজর মিনার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা হাতির ছবি তুলতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় এক বাংলাদেশি পর্যটকের। এছাড়া জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গিয়েও বেশ কয়েকজন মহিলা হাতির হানায় প্রাণ হারিয়েছেন। চালসার রেঞ্জার পল্লব মুখার্জী বলেন, ‘বন ও বণ্যপ্রাণী রক্ষা সহ জঙ্গলে দুর্ঘটনা এড়াতেই এই প্রচার।’ প্রচার চলতেই থাকবে বলে জানান তিনি।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UeEkRk

January 27, 2019 at 04:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top