দূরপাল্লার ট্রেনের দাবি নিয়ে সরব কংগ্রেস

তুফানগঞ্জ, ১৩ জানুয়ারিঃ দূরপাল্লার ট্রেনের দাবি নিয়ে সরব হল কংগ্রেস । রবিবার সকালে অসম থেকে কোলকাতা গামী ট্রেনের দাবি জানিয়ে তুফানগঞ্জ ১ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তুফানগঞ্জ রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার সুবির দের হাতে তুলে দেওয়া হয় দাবি পত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের তুফানগঞ্জ ১ ব্লক সভাপতি দেবেন বর্মা, কংগ্রেস নেতা মহেশ বর্মন, কার্তিক প্রামানিক, যুব কংগ্রেস নেতা শুভময় সরকার প্রমুখ ।

প্রতি রবিবার তুফানগঞ্জ রেল ষ্টেশনে রবিবার বন্ধ থাকে সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট কাটার ব্যবস্থা। এই ব্যবস্থা প্রতিদিন খোলা রাখার দাবি জানানো হয়। অন্যদিকে অসম থেকে তুফানগঞ্জ হয়ে শিলিগুড়ি পর্যন্ত আপাতত দুটি ট্রেন চলাচল করে। অন্যটি যায় আলিপুর দুয়ার পর্যন্ত । এই তিনটি ট্রেন ছাড়াও বারবার নতুন একটি ট্রেনের দাবি জানিয়ে আসছে তুফানগঞ্জবাসী। এদিন ফের কলকাতাগামী ট্রেনের দাবী জানানো হয়েছে। এবিষয়ে তুফানগঞ্জ রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার সুবির দে জানান, ‘বেশ কয়েকটি সংগঠন কলকাতাগামী ট্রেনের দাবি জানিয়েছে। এদিন কংগ্রেসের পক্ষ থেকে নতুন ট্রেনের দাবি জানানো হয়। পাশাপাশি সপ্তাহে সাতদিন টিকিট কাউন্টার খোলা রাখার দাবিও রয়েছে। সাধারণ মানুষের এই দাবি ডিআরএম এর হাতে তুলে দেব। উর্ধ্বতন কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RGl9ST

January 13, 2019 at 06:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top