ঢাকা, ১৩ জানুয়ারি- চুক্তির আওতায় থাকা নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবে না বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। এদিকে নারী ফুটবলারদের নিয়ে বাফুফের এমন বক্তব্যে ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন সম্প্রতি গণমাধ্যমকে জানান, চুক্তির আওতায় থাকা নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবেন না। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের অভিভাবকদের ডেকে এনে আরও কিছু শর্তাবলি যুক্ত করে চুক্তি সই করানোর পরিকল্পনা করছে বাফুফে। এ ব্যাপারে মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা বলেন, একটা সাধারণ নির্দেশনা থাকতে পারে। তবে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা কোনো সংস্থারই উচিত নয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VPa6pB
January 13, 2019 at 03:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top