মুম্বাই, ০৫ জানুয়ারি- অমিতাভ বচ্চনকে স্যারজি বলার বাধ্যবাধকতায় ক্যারিয়ারের শুরু থেকেই তার সাথে খুব কম কাজ করেছেন প্রখ্যাত অভিনেতা কাদের খান। গুণী এই অভিনেতার মৃত্যুর পর এমন খবরই সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের নামিদামি সব কাগজে। অথচ যার সাথে এমন বৈরী সম্পর্ক ছিলো, সেই অমিতাভ বচ্চনকেই নাকি মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখেছেন কাদের খান। এমনটাই জানিয়েছে তার ছেলে সরফরাজ। অমিতাভ বচ্চন যখন ছিলেন সুপারস্টার। সেই সময়ে বলিউডে যারা কাজ করতেন তারা অমিতাভের অনুগতই ছিলো। শুটিং সেটে অমিতাভকে স্যারজি বলেও নাকি সম্বোধন করতে হতো। আর সেটা করতে অস্বীকৃতি জানিয়ে শুটিং সেট থেকেও নাকি একবার বেরিয়ে গিয়েছিলেন কাদের খান। আত্মমর্যাদার প্রশ্নে অমিতাভের সাথে বেশকিছু কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এরপরেও দুজন একসঙ্গে কাজ করেছেন, কিন্তু মানসিক দূরত্ব ঘুচেনি। তবে কাদের খানের মৃত্যু সংবাদে স্মৃতিকাতর অমিতাভ। বিতর্কিত বিষয়ে কথা না বললেও কাদের খানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই আভাস পাওয়ায় গেছে। এদিকে কাদের খানের ছেলেও জানিয়েছেন, অমিতাভ বচ্চনকে তার বাবা মনে রেখেছেন সারা জীবন। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত অমিতাভ বচ্চনের কথা জিজ্ঞেস করে গেছেন তিনি। সরফরাজ বলেন, আমার বাবাকে যখন জিজ্ঞেস করা হতো বলিউডে সবচেয়ে বেশী তিনি কাকে ভালোবাসেন? উত্তরে বরাবরই বাবা অমিতাভ বচ্চনের কথা বলতেন। অনেক দিন ধরে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসিতে (পিএসপি) ভুগেছিলেন কাদের খান। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় দ্রুত কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে। ১ জানুয়ারি সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাদের খানের জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। ১৯৭৩ সালে দাগ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩শ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। আর/০৮:১৪/০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FaQuXe
January 05, 2019 at 03:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top