ঢাকা, ২১ জানুয়ারি- মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের একমাত্র ছেলে আরিক আনাম খান দীপ্রর বিয়ে হলো। পাত্রী এগনেস র্যাচেল প্যারিস (প্রিয়াংকা)। দুজনের বিয়ে সম্পন্ন হয় মুসলিম ও খ্রিষ্টান মতে। গত বৃহস্পতিবার সকালে তাদের আক্দ হয়েছে বনানীর এক রেস্তরাঁয়। আর রমনা চার্চে খ্রিষ্টান মতে বিয়ে হয়েছে শনিবার। এরপর একই দিন সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠান টিভি, চলচ্চিত্র, মঞ্চ আর সংগীত জগতের তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়। এর আগে গত বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে হয়েছে গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান। উল্লেখ্য, আরিক আনাম খান সম্প্রতি লন্ডন ফিল্ম স্কুল থেকে ডিরেকশনের ওপর স্নাতকোত্তর করেছেন। তিনি নিজেও মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করছেন। আর তার স্ত্রী এগনেস র্যাচেল প্যারিস নৃত্যশিল্পী। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক। নাচের ওপর পড়াশোনা করেছেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি স্নাতকোত্তর ও এমফিল করেছেন। সামনে সেখানেই পিএইচডি করবেন। এগনেস র্যাচেল প্যারিসের সঙ্গে আরিক আনাম খানের পরিচয় হয় ২০১৫ সালের মার্চ মাসে। এমএ/ ০০:৪৪/ ২১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RVaaFk
January 21, 2019 at 06:45AM
21 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top