নয়াদিল্লি, ২৫ জানুয়ারিঃ ভারতীয় পড়ুয়াদের তৈরি বিশ্বের সবচেয়ে হালকা উপগ্রহ উৎক্ষেপণ করল ইসরো। চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থা স্পেশ কিডজ ইন্ডিয়ার প্রায় ২০ জন পড়ুয়া মিলে তৈরি করেছেন উপগ্রহটি। বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কালামস্যাট-ভি২ নামে ওই উপগ্রহটি নিয়ে রওনা দেয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল-পিএসএলভি-সি৪৪ নামের রকেট। উপগ্রহটির ওজন মাত্র ১.২৬ কিলোগ্রাম। মোট ১২ লক্ষ টাকা খরচ করে উপগ্রহটি মাত্র ছ’দিনের মধ্যেই তৈরি করা সম্ভব হয়েছে। তবে তার জন্য প্রস্তুতি চলেছে ৬ বছর ধরে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, কালামস্যাট-ভি২ নামের এই উপগ্রহটি ওজনের দিক থেকে বিশ্বের সবথেকে হালকা উপগ্রহ। এই প্রথম কোনও ভারতীয় বেসরকারি সংস্থার তৈরি উপগ্রহকে যাত্রা শুরু করায় সাহায্য করছে ইসরো।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2sGPFOm
January 25, 2019 at 02:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন