ঢাকা, ০৯ জানুয়ারি- আবারও অসুস্থ হয়ে ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা কাজী হায়াত হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২২ ডিসেম্বর উন্নত চিকিৎসার্থে তাকে নিউইয়র্ক নেওয়া হয়েছে। সেখানের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। কাজী হায়াতের সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে স্ত্রীর সঙ্গে ছেলে কাজী মারুফ রয়েছেন। কাজী হায়াতের ঘাড়ের একটি রক্তনালি ব্লক হয়ে গেছে বলে জানিয়েছেন কাজী মারুফ। তিনি বলেন, হাসপাতালে প্রতিটা দিনই বেশ বেশ আশঙ্কায় কাটছে আমাদের। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে আজ সকাল ১১টায় কাজী মারুফ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, এখন থেকে ১২ অথবা ১৪ ঘণ্টা পর এনজিওগ্রাম করা হবে। আমার আব্বার ব্রেইনে দেখা হবে কতখানি ব্লক আছে। কাজী মারুফ আরো লিখেছেন, শেষ ২৪ ঘণ্টা আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি খুব অসহায় অনুভব করছিলাম, যদিও বাবার চিকিৎসার জন্য এখানকার বিশ্বসেরা স্বনামধন্য চিকিৎসকরা কাজ করছেন। গত বছরের মার্চে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াৎ। সম্প্রতি আবারও অসুস্থ বোধ করছিলেন তিনি। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় তার। এরপর গত বছরের জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান তিনি। এমএ/ ০০:০০/ ০৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2C95LVd
January 09, 2019 at 06:07PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন