শামুকতলা, ৩ জানুয়ারিঃ চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের(পূর্ব বিভাগ) উত্তর রায়ডাক রেঞ্জের অন্তর্গত রায়ডাক চা বাগনের ২২ নম্বর সেকশনে।
জানা গিয়েছে, রায়ডাক চা বাগানের লংকাপাড়ার বাসিন্দা বোদি মিঞ্জ বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ চাবাগানের পথ ধরে বাড়ি ফিরছিলেন। সেসময় চা বাগনে লুকিয়ে থাকা একটি চিতা বাঘ অতর্কিতে ওই মহিলার উপর হামলা চালায়। ধ্বস্তাধ্বস্তির পর চিতাবাঘটি মহিলাকে জখম করে ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে বনবিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং জখম মহিলাকে চিকিৎসার জন্য শামুকতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
নর্থ রায়ডাক রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার চিকিৎসার খরচ বনদপ্তর বহন করে।
সংবাদদাতাঃ হরিপদ পাল
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2F3WP6F
January 03, 2019 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন