তুফানগঞ্জ, ২০ জানুয়ারিঃ একটি প্যাঁচা ও একটি গোখরা সাপ উদ্ধার হল নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর থেকে। প্যাঁচাটিকে কোচবিহার বন দপ্তরের তল্লিগুড়ি রেঞ্জের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে রসিকবিলের কাছে।
জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় উজ্জ্বলকান্তি বসাক প্যাঁচাটিকে একদল কাকের আক্রমণ থেকে উদ্ধার করেন। খবর পেয়ে তল্লিগুড়ি মোবাইল রেঞ্জের আধিকারিকরা এসে প্যাঁচাটি নিয়ে যায়। অন্যদিকে, একই এলাকার বাসিন্দা বিষু বসাকের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচফুট লম্বা একটি গোখরা সাপ উদ্ধার করেন সর্পপ্রেমী বাসুদেব রায়। সাপটির মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসার পর সেটিকে রসিক বিল এলাকায় ছেড়ে আসা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RXmLHU
January 20, 2019 at 05:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন