ঢাকা, ২৪ জানুয়ারি- সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ দলের দশ নারী ফুটবলারকে ১০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়দের পাশাপাশি এক কর্মকর্তাকেও এ সময় পুরস্কৃত করা হয়। ২০১৮ সালে বাংলাদেশের মেয়েরা অনুর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এরই স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খেলোয়াড় ও কর্মকর্তার হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন শেখ হাসিনা। খেলোয়াড়রা প্রত্যেকে ১০ লাখ টাকা করে পেলেও কর্মকর্তা পেয়েছেন ৫ লাখ টাকা। এ আর্থিক পুরস্কারপ্রাপ্তরা হলেন- কৃষ্ণা রানী সরকার, বেগম মারজিয়া, সানজিদা আক্তার, রুকসানা বেগম, মাসুরা পারভীন, শিউলি আজিম, মোসাম্মৎ ইসরাত জাহান রত্মা, মোসাম্মৎ ইসরাত জাহান স্বপনা, মোসাম্মৎ রাজিয়া খাতুন ও মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ। গত বছরের ১১ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়। তখন নারী দলের ৩০ সদস্যের ১৯ জনকে পুরস্কৃত করেন শেখ হাসিনা। বাকি ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে এদিন পুরস্কৃত করলেন তিনি। এমএ/ ১০:৪৪/ ২৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HtVVD7
January 25, 2019 at 04:10AM
24 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top