যোগী রাজ্যে চালু হল ‘গো শুল্ক’

লখনউ, ২ জানুয়ারিঃ রাস্তার গোরুদের জন্য অস্থায়ী ‘‌গোবংশ আশ্রয়স্থল’‌ তৈরির অনুমোদন পাশ হল রাজ্যের বিধানসভায়। পাশাপাশি গোরুদের রক্ষণাবেক্ষণের জন্য চালু করা হল ‘‌গো শুল্ক’।‌

জানা গিয়েছে, অস্থায়ী এই গোশালাগুলি বিভিন্ন গ্রাম, পঞ্চায়েত, পৌরসভা ও পৌরনিগম এলাকায় তৈরি করা হবে। প্রত্যেক জেলার শহর এবং গ্রামীণ এলাকাগুলিতে এমন গোশালা তৈরি করতে হবে যাতে ১০০০টি গোরু থাকতে পারে। তার জন্যই লাভজনক সংস্থাগুলিতে ধার্য করা হবে ২ শতাংশ শুল্ক। রাস্তার গবাদি পশুদের কীভাবে আরও ভালো আশ্রয়স্থল গড়ে তোলা বা যত্ন নেওয়া যায়, তার খসড়া তৈরির জন্য মুখ্য সচিব অনুপচন্দ্র পাণ্ডেকে দায়িত্ব দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BWmkn9

January 02, 2019 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top