আলিপুরদুয়ার, ১০ জানুয়ারিঃ থানায় ঢুকে জেলাশাসক নিখিল নির্মলের এক যুবককে পেটানোর ঘটনায় সরনো হচ্ছে ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায়কে। অভিযোগ, আইসি-র সামনেই বিনোদ সরকার নামে ওই যুবককে মারধর করেন নিখিল নির্মল ও তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণণ। ঘটনার পর থেকেই তাই আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও সৌম্যজিৎবাবুর দাবি, ৬ জানুয়ারি রাতে ওই ঘটনা নিয়ে তিনিই প্রথম জেনারেল ডায়ারি করেছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সৌম্যজিৎ রায়কে কোচবিহার কোতয়ালি থানায় পাঠানো হচ্ছে। কোচবিহার কোতয়ালির বর্তমান আইসি সমীর পাল ফালাকাটা থানার আইসি হিসাবে দায়িত্ব নেবেন। প্রসঙ্গত, স্ত্রীর সম্পর্কে সোশাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগে থানায় এসে অভিযুক্ত যুবককে মারধর করেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। চার মাস আগে দার্জিলিং সদর থানা থেকে বদলি হয়ে ফালাকাটা থানার আইসি হিসাবে যোগ দেন জলপাইগুড়ির বাসিন্দা সৌম্যজিৎ রায়। জেলাশাসকের মারধরের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে প্রহৃত যুবক বিনোদ সরকারকে অন্য ঘরে নিয়ে যাচ্ছেন সৌম্যজিৎবাবু।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AEp4G1
January 10, 2019 at 11:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন