ঢাকা, ১৪ জানুয়ারি- মঙ্গলবার থেকে শুরু বিপিএলের সিলেট পর্বের খেলা। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। তারপর আবার ঢাকায় ফিরবে টুর্নামেন্ট। ঢাকার প্রথম পর্বে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১৪টি। সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। অন্যদিকে ৩টি ম্যাচ খেলেছে সিলেট সিক্সার্স। বাকি দলগুলো খেলেছে চারটি করে ম্যাচ। ঢাকা পর্ব শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দলটি এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। এদিকে ব্যাট হাতে এখন পর্যন্ত টুর্নামেন্টে দাপ দেখাচ্ছে বিদেশিরা। সর্বোচ্চ রান সাংগ্রহকের শীর্ষ পাঁচ জনের মধ্যে প্রথম তিন জনই বিদেশি। ৫ ম্যাচে ২৩০ রান নিয়ে শীর্ষে আছেন রংপুরের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিলে রুশো। এরপরেই আছেন সিলেট সিক্সার্সের ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান। ৩ ম্যাচে তার রান ১৬৫। তিন নম্বরে আছেন ঢাকার আফগান ক্রিকেটার হজরতুল্লাহ জাজাই। ৪ ম্যাচে এই তরুণ রান করেছেন ১৪০। এদিকে বাংলাদেশিদের মধ্যে শীর্ষ রান সংগ্রাহক মুশফিকুর রহীম আছে চার নম্বরে। ৪ ম্যাচে চিটাগং ভাইকিংসের এই অধিনায়ক করেছেন ১৩৯ রান। সমান সংখ্যক ম্যাচে ১০৭ রান করে পাঁচ নম্বরে আছেন খুলনা টাইটান্সের জুনাইদ সিদ্দীকি। এদিকে স্ট্রাইক রেটে সবার চেয়ে এগিয়ে আছেন থিসারা পেরেরা। রোববার কুমিল্লার হয়ে প্রথম দিন মাঠে নেমেই ২৬ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন এই লঙ্কান অল রাউন্ডার। তার স্ট্রাইক রেট ২৮৪.৬১। এবারের আসরে এ পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন পুরান। ৩ ম্যাচে তার ছক্কার সংখ্যা ১৪টি। আর ১২টি ছক্কা মেরে তালিকার দুই নম্বরে আছেন জাজাই। আর এক ম্যাচে ৮ ছক্কা মেরে তার পরেই আছেন পেরেরা। বোলিংয়ে নিজের দাপট দেখাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন রংপুরের অধিনায়ক। তার চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন চিটাগং ভাইকিংসের রবি ফ্রাইলিংক। রংপুরের শরিফুল ইসলামও নিয়েছেন ৯টি উইকেট। এক ইনিংসে সেরা বোলিং ফিগারেও এগিয়ে আছেন মাশরাফি। কুমিল্লার বিপক্ষে ৪ ওভার বলে করে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি, ইকোনোমি ২.৭৫। যা চলতি আসরে এ পর্যন্ত সেরা বোলিং ফিগার। এমএ/ ১১:৪৪/ ১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TQFqT7
January 15, 2019 at 05:44AM
14 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top