নয়াদিল্লি, ১০ জানুয়ারিঃ ফের একবার নারীশক্তিকে সকলের সামনে তুলে ধরছে ভারতীয় সেনা। এই প্রথম সেনাদিবসের প্যারেডের নেতৃত্ব দেবেন মহিলা সেনা অফিসার। লেফটেন্যান্ট ভাবনা কস্তুরীর হাত ধরে ইতিহাস গড়তে চলেছে ভারতীয় সেনা। এর আগে ২০১৫ সালে সাধারণতন্ত্র দিবসের প্যারেডের নেতৃত্বে ছিলেন মহিলা অফিসার। ১৫ জানুয়ারি পালিত হবে ৭১তম সেনা দিবস। ওই দিনই ১৪৪ জন পুরুষ সেনা অফিসারকে নেতৃত্ব দেবেন লেফট্যানেন্ট ভাবনা কস্তুরী। ভারতীয় সেনার সার্ভিস কর্পস কন্টিজেন্টের সামনে থাকবেন তিনি। প্রায় দু’দশক পরে সার্ভিস কর্পস কন্টিজেন্ট কোনও প্যারেডে অংশ নিচ্ছে। লেফট্যানেন্ট ভাবনা কস্তুরী জানিয়েছেন, মহড়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বেঙ্গালুরু থেকে তিনি ও আরও দুই পুরুষ অফিসার দিল্লি এসেছেন। ওই দুই অফিসার প্যারেডের কম্যান্ডার হিসাবে থাকবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Fp1pwf
January 10, 2019 at 12:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন