পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে বাদ সুভাষনগর হাইস্কুল

জলপাইগুড়ি, ১২ জানুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষাগ্রহণ কেন্দ্রের তালিকা থেকে বাদ পড়ল ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুল। গত বছর প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িয়ে যাওয়ায় সুভাষনগর হাইস্কুলের নাম এবার আর প্রিন্সিপাল ভেনুর তালিকায় নেই। শুধু তাই নয়, সুভাষনগর হাইস্কুলকে এবার পরীক্ষাগ্রহণ কেন্দ্র হিসেবেও তালিকায় রাখা হচ্ছে না। এ বছর মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলায় ১০০টি কেন্দ্র থেকে পরীক্ষা নেওয়া হবে। সেই অনুসারে স্কুলগুলির নামের তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় নেই সুভাষনগর হাইস্কুলের নাম।

তালিকায় যে সুভাষনগর হাইস্কুলের নাম নেই সে কথা স্বীকার করে নিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের জলপাইগুড়ি জেলার কনভেনার সুব্রত রায়। তিনি বলেন, ‘এ বছর কড়া নজরদারির মধ্যে পরীক্ষা নেওয়া হবে। কোথাও যাতে ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখা হবে।’ পাশাপাশি এ বছর পরীক্ষাকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে বলে পর্ষদ নির্দেশ দিয়েছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই অনুসারে জেলা প্রশাসন ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সম্প্রতি বৈঠক করে গিয়েছেন। মাধ্যমিক পরীক্ষায় এ বছর জলপাইগুড়ি জেলায় প্রিন্সিপাল ভেনু করা হয়েছে ২০টি। এছাড়া ১০০টি ভেনু থেকে পরীক্ষা নেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2H5wiZe

January 12, 2019 at 01:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top