নয়াদিল্লি, ১৩ জানুয়ারিঃ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি মহিলার ফাঁদে পা দিয়ে তথ্য পাচারের অভিযোগ উঠল এক সেনা জওয়ানের বিরুদ্ধে। ওই মহিলা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর চর বলে জানা যায়। তাকে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হত। প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র সম্বিত ঘোষ বলেন, ‘জয়সলমীর থেকে ওই সেনা জওয়ানকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। এই বিষয়ে সবরকমভাবে পুলিশকে সাহায্য করবে ভারতীয় সেনা।’
সম্বির নামে ওই জওয়ান হরিয়ানার বাসিন্দা। রাজস্থানে ভারতীয় সেনাবাহিনীর ট্যাংক রেজিমেন্ট বিভাগে আর্মর্ড কর্পসে কর্মরত। সূত্রের খবর, তিনি সন্দেহভাজন আইএসআই-এর চর এক মহিলাকে ভারতীয় সেনার আর্মর্ড কর্পসের গোপন তথ্য পাচার করতেন। জানা গিয়েছে, ফেসবুকে অনিকা চোপড়া নামে ওই মহিলার সঙ্গে প্রতিদিন কথোপকথন চালাতেন তিনি। এর জেরে ভারতীয় সেনার তরফ থেকে অন্য জওয়ানদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও নজরে রাখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QJBOQH
January 13, 2019 at 04:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন