এবার কেজরিওয়াল কন্যাকে অপহরণের হুমকি ইমেল

নয়াদিল্লি, ১৩ জানুয়ারিঃ এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়েকে মেয়েকে অপহরণের জন্য হুমকি দেওয়া হল ইমেলে। কেজরিওয়ালের অফিসিয়াল ইমেলে পাঠানো হয়েছে হুমকি। ৯ জানুয়ারি এই ঘটনার পরই কেজরিওয়াল কন্যা হর্ষিতার নিরাপত্তায় এক জন বিশেষ ব্যক্তিগত নিরাপত্তা অফিসার নিযুক্ত করেছে পুলিশ। বাড়িতেও ২৪ ঘণ্টার জন্য মোতায়েন হয়েছে কড়া পুলিশি প্রহরা। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল।
ইমেলে লেখা হয়েছে ‘আপনার মেয়েকে অপহরণ করব। তাঁকে বাঁচাতে আপনি যা পারেন করুন!’ এই ধরণেরই দু’টি হুমকি ই-মেল পাঠানো হয়েছে। তবে সেখানে প্রেরকের নাম কোনও নেই। যে আইডি থেকে ওই ইমেল পাঠানো হয়েছিল, তার সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। জানার চেষ্টা করা হচ্ছে ইমেল আসা কম্পিউটারের আইপি অ্যাড্রেস। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনও অগ্রগতি হয়নি বলেই খবর।
২০১৪ সালে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষা পাশ করে দিল্লি আইআইটি থেকে উত্তীর্ণ হন হর্ষিতা। বর্তমানে গুরুগ্রামের একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন তিনি। সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2VOfjxT

January 13, 2019 at 05:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top