গড়িয়াহাটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই নামী শাড়ির দোকান

কলকাতা, ২০ জানুয়ারিঃ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল কলকাতার গড়িয়াহাট বাজারের নামী শাড়ির দোকান। শুধু তাই নয়, আগুন ছড়িয়ে পড়েছে ওই দোকানের আশপাশেও। দমকলের ১৯টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। শনিবার রাত একটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় গড়িয়াহাট মার্কেটে। দাউদাউ করে জ্বলতে থাকে ছ’তলা বাড়ি। বাড়িটিতে দোকানের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি বসবাসের ফ্ল্যাটও। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর দেওয়া হয় দমকলে। ওই বাড়ির বাসিন্দাদের নামিয়ে আনা সম্ভব হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওই শাড়ির দোকানটিতে আগুন নেভানোর বন্দোবস্ত ছিল না বলে দমকলকর্মীরা জানিয়েছেন। দোকানগুলিতে দাহ্যবস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে দমকল। দোকানের শাটার কেটে আগুনের উৎপত্তিস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু যেভাবে এখানে বাড়ি-দোকান একসঙ্গে রয়েছে তা ঠিক নয়। দাহ্যবস্তু মজুত করে গোটা এলাকাকে জতুগৃহে পরিণত করা হয়েছে। কলকাতা পুরসভার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T29vyV

January 20, 2019 at 10:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top