জন্ম মৃত্যু নিবন্ধন জোরদারকরণ বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার জন্ম-মৃত্যু নিবন্ধন জোরদারকরণ বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. চিত্রলেখা নাজনিন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খাইরুল আতাতুর্ক, ইউনিসেফের রাজশাহী-রংপুর অঞ্চলের শিশু সুরক্ষা কর্মকর্তা জেসমিন হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, এখানে জন্ম নিবন্ধন হলেও মৃত্যু নিবন্ধন তেমন হয়না। এটাকে গুরুত্বও দেয়া হয়না। অথচ জন্ম নিবন্ধন যেমন দরকার তেমনই মৃত্যু নিবন্ধনও প্রয়োজন মানুষের দৈন্দিন জীবনের জন্য। কর্মশালায় জন্ম মৃত্যু নিববন্ধনের গুরুত্ব তুলে ধরে নিবন্ধন পক্রিয়ায় জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগের সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০১-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2AFypxd

January 09, 2019 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top