তৃণমূল সাংসদের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

কলকাতা, ২৮ জানুয়ারিঃ তৃণমূল-কংগ্রেস সাংসদ কেডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে ১৯০০ কোটি টাকার প্রতারণা মামলা দায়ের করেছে সেবি। তাঁর কুফরির একটি রিসর্ট, চণ্ডীগড়ের একটি শোরুম, পাঁচকুলা, হরিয়ানার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে কেডি সিং ও তাঁর ফার্ম অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলটির বিরুদ্ধে পিএমএল(প্রিভেনশন অব মানি লন্ডারিং) আইনে মামলা দায়ের করে ইডি। এই সংস্থা একটি অবৈধ যৌথ বিনিয়োগ প্রকল্প চালু করেছিল বলে অভিযোগ। এমনকি সেবির অনুমতি ছাড়াই এই প্রকল্প চালু করা হয়েছিল। এই সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১, ৯১৬ কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু সেবি-কে জানানো হয়, সেই টাকার ১,০৭৭ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা ফেরতের জন্য সময় চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করে সেবি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2sRyium

January 28, 2019 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top