সামসী, ৮ জানুয়ারিঃ রতুয়া বিদ্যাসাগর ভবনে গ্রাম পঞ্চায়েতের সশক্তিকরণের লক্ষ্যে রতুয়া ব্লকের উদ্যোগে সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ দেবার কাজ শুরু হল মঙ্গলবার। উপস্থিত ছিলেন দশটি গ্রাম পঞ্চায়েতের ১১৭ জন সদস্য। তিন দিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। পঞ্চায়েত আইন, অর্থ কমিশনের কাজের পদ্ধতি, সদস্যদের কর্তব্য ও দায়বদ্ধতা সম্পর্কে ধারণা দেওয়া হবে এই শিবিরে। অনুষ্ঠানের উদ্বোধন করে রতুয়া ব্লকের বিডিও অর্জুন পাল। উপস্থিত জেলা গ্রামীণ সশক্তিকরণ আধিকারিক দেবিদাস রাণা জানান, বিডিও সাহেবের অনুরোধে প্রশিক্ষণ শেষে সকল পঞ্চায়েত সদস্যদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং পঞ্চায়েতে সার্বিক কাঠামোর উপর একটি তথ্যপুস্তিকা দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে প্রশিক্ষণ।
সংবাদদাতাঃ মুরতুজ আলম
ছবিঃ পান্না
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2sg4Bmb
January 08, 2019 at 04:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন